ইনস্টাগ্রামের নতুন ফিচার 1 | ArikSoft

ইনস্টাগ্রামের নতুন ফিচার

Instagram new features update ariksoft

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম সাম্প্রতি নতুন ফিচার চালু করেছে । এখন থেকে শুধু মাত্র অ্যাপ ব্যবহারকারীরা চাইলে তাদের প্রোফাইল গ্রিডের একদম শীর্ষে তিনটি পোস্ট, ছবি কিংবা রিলস্ পিন করে রাখতে পারবে। তবে কোন ওয়েব ব্রাউজার থেকে এটা করা সম্ভব হবে না।

আরও পড়ুন: সিক্রেট মেইল – জি মেইলের নতুন সুবিধা

সম্প্রতি এ ফিচার চালুর ঘোষণা দেয় মেটা নিয়ন্ত্রিত ফটো ও ভিডিও শেয়ারিং অ্যাপটি। প্রোফাইলে নিজেকে আরো বেশি মেলে ধরার ক্ষেত্রে ক্রিয়েটরদের সুবিধা দেবে নতুন এ ফিচারটি। গত এপ্রিলে ফিচারটি পর্যবেক্ষণ ও পরীক্ষণের বিষয়ে নিশ্চিত করেছিল ইনস্টাগ্রাম। ৯ জুন ২০২২ থেকেই বিশ্বজুড়ে ফিচারটি ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

 

একটি পোস্টকে পিন করতে হলে ব্যবহারকারীকে নির্দিষ্ট পোস্ট, ছবি কিংবা রিলটি বাছাই করে উপরের ডান কোণায় থাকা তিনটি ডটে ক্লিক করতে হবে। এরপর পিন টু ইউর প্রোফাইল অপশনটি সিলেক্ট করলেই পোস্টটি ব্যবহারকারীর প্রোফাইল গ্রিডের শীর্ষে দেখা যাবে। এভাবে আপনি আপনার প্রিয় তিনটা পোস্ট, ছবি কিংবা রিলকে পিন করে রাখতে পারবেন।

share post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *