ArikSoft - Software & Computer Supplier

ফেসবুক ব্যবহারকারীদের জন্য সুখবর!

Facebook ArikSoft

ব্যবহারকারীদের জন্য ফেসবুক এবার নতুন সুবিধা নিয়ে এলো। ফেসবুকের মূল কোম্পানি Meta জানিয়েছে, এখন থেকে একজন ব্যবহারকারী পাঁচটি অ্যাকাউন্টে লগ-ইন করতে পারবে।

সম্প্রতি এক বিবৃতির মাধ্যমে Meta জানিয়েছে, একজন ব্যবহারকারী তার ‘আসল নাম’ ব্যবহার করে সেই অ্যাকাউন্টের Reference-এ আরও পাঁচটি অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে। খবর রয়টার্স।

অনেকেই ফেসবুকে তাদের পেশাগত জীবন, বন্ধুত্ব ও পারিবারিক জীবন আলাদা রাখতে চান। এক্ষেত্রে কয়েকটি অ্যাকাউন্ট খুলতে হয়। এছাড়াও একই নামে ও ছবিতে অনেকগুলো অ্যাকাউন্ট থাকায় ফেসবুক সেসব অ্যাকাউন্টকে ‘Fake’ গণ্য করে বন্ধ করে দিতে পারে। এতে করে ব্যবহারকারীরা নানা ধরনের সমস্যায় পড়ছেন।

Buy Bitdefender Total Security 2022 Product Key (3 Devices 1 Year)

ব্যবহারকারীদের সুবিধার কথা চিন্তা করে Meta এবার এই নতুন সুবিধা নিয়ে এসেছে। এ ব্যাপারে Meta জানিয়েছে, ‘আমরা মূলত ব্যবহারকারীদের সুবিধার কথা চিন্তা করেই নতুন এ ব্যবস্থা চালু করেছি। এতে করে বিভিন্ন ধরণের সম্পর্কের কথা মাথায় রেখে একজন ব্যবহারকারী বেশ কয়েকটি ভিন্ন অ্যাকাউন্ট চালাতে পারবে।

এক্ষেত্রে যাতে কেউ যাচ্ছেতাই ভাবে ফেসবুক ব্যবহার করতে না পারে সেদিকেও নজর দিচ্ছে মেটা। একাধিক অ্যাকাউন্টের সুবিধা নিতে চাইলে আগে নিজের একটি আসল অ্যাকাউন্ট থাকতে হবে ব্যবহারকারীর। এই আসল অ্যাকাউন্টকেই রেফারেন্স হিসেবে ধরবে Meta। পরে আসল অ্যাকাউন্টের সঙ্গে লিংকড করে বাকি অ্যাকাউন্টগুলো চালাতে পারবেন ব্যবহারকারীরা।

মূলত দিনকে দিন নতুন নতুন সুবিধা নিয়ে আসছে টুইটার, টিকটক ও Meta– এর প্রতিষ্ঠান ইন্সটাগ্রাম। এসবের সঙ্গে টেক্কা দিতে ও ফেসবুককে আরও যুগোপযোগি করতে Meta এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায়।

সূত্র: Somoy TV Online

share post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *