‘Bitdefender’ রোমানিয়ার সাইবার নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান, গুগল PlayStore থাকা ৩৫টি বিপজ্জনক অ্যাপলিকেশনের একটি তালিকা প্রকাশ করেছে ।
বিভিন্ন প্রয়োজনে যাচাই-বাছাই ছাড়াই আমরা অনেক সময় মোবাইলে বিভিন্ন অ্যাপস ডাউনলোড করি। কিন্তু ব্যবহারকারীরা অনেক সময় এই অ্যাপসগুলো দিয়ে মারাত্মক বিপদে পড়তে পারে।
গুগল PlayStore থাকা এমনই ৩৫টি বিপজ্জনক অ্যাপলিকেশনের একটি তালিকা প্রকাশ করেছে রোমানিয়ার সাইবার নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান ‘Bitdefender’।
ডিজিট নিউজের একটি প্রতিবেদন বলছে, গত ডিসেম্বরে বেশ কিছু ক্ষতিকারক অ্যাপকে গুগল কর্তৃপক্ষ তাদের PlayStore থেকে মুছে ফেলেছিল। ফ্রেব্রুয়ারিতেও তারা ২৯টি অ্যাপের বিরুদ্ধে এই পদক্ষেপ নেয়।
PlayStore থেকে ডাউনলোড করার সময় ওই অ্যাপগুলোতে একটি নকল আইকন দেয়া থাকে। ফলে ডাউনলোড করার সময় অস্বাভাবিক কিছু মনে হয় না।
তবে, ডাউনলোড করার বেশ কয়েক দিন পর থেকে সমস্যা দেখা দিতে শুরু করে। অ্যাপগুলোর মাধ্যমে গ্রাহকদের প্রয়োজনীয় তথ্য স্ক্যামারদের হাতে চলে যাচ্ছে বলে জানিয়েছে ‘Bitdefender’।
উক্ত অ্যাপগুলো আপনার জন্য খুবই বিপজ্জনক। সুতরাং, আজই সাবধান হোন।
I truly love your site. Pleasant colors and theme. Did you build this website yourself?